আপনার উপরে সিকল সেল অসুখের প্রভাব

আপনার উপরে সিকল
সেল অসুখের প্রভাব

আপনার উপরে সিকল সেল অসুখের প্রভাব

সিকল সেল অসুখের প্রভাব:
একটি বিশ্বব্যাপী সমীক্ষ

এস ডবলু এ ওয়াই
দ্য সিকল সেল ওয়ার্ল্ড অ্যাসেসমেন্ট সার্ভে
এসসিডি-তে বিশ্বব্যাপী বৃহত্তম সমীক্ষাগুলির মধ্যে অন্যতম
16 টি দেশ অন্তর্ভুক্ত
এসসিডি আক্রান্ত 2100-এর বেশি মানুষকে সমীক্ষা করা হয়েছে
জীবনযাপনের মান ও অসুখটির ব্যবস্থাপনা উন্নত করা
আরও জানার জন্য নীচের কোনও বক্স বেছে নিন:
শারীরিক
উপসর্গ
শারীরিক উপসর্গ
90%
মানুষের গত বছরে কমপক্ষে 1 বার ব্যথাবেদনা হয়েছে
দৈনন্দিন
কাজকর্ম
দৈনন্দিন কাজকর্ম
38%
মানুষ বলেছেন সিকল সেল অসুখের জন্য তাঁদের বাড়ির দৈনন্দিন কাজকর্ম প্রভাবিত হয়েছে
মানসিক
জীবন
মানসিক জীবন
59%
59% মানুষ তাঁদের উপসর্গের জন্য হতাশা বোধ করেছেন
কাজ
ও স্কুল
কাজ ও স্কুল
53%
বিশ্বাস করেন যে, যদি তাঁদের সিকল সেল অসুখ না থাকত তাহলে তাঁদের উপার্জন আরও বেশি হত

সিকল সেল অসুখ ও ব্যথাবেদনা আপনার দেহ, মন, ও সার্বিক জীবনযাপনের উপর প্রভাব বিস্তার করতে পারে।

সিকল সেল অসুখ ও ব্যথাবেদনার ফলে চরম ও দীর্ঘস্থায়ী জটিলতা সৃষ্টি হতে পারে, যেমন অঙ্গ-প্রত্যঙ্গের ক্ষতি ও অঙ্গ-প্রত্যঙ্গের কার্যকলাপে অক্ষমতা।

আরও জানার জন্য নীচের কোনও একটি আইকন বেছে নিন:

স্বাস্থ্যের অন্যান্য সমস্যাও, যেমন সংক্রমণ, হৃদপিণ্ড সম্বন্ধীয় গোলযোগ, যকৃৎ সম্বন্ধীয় গোলযোগ, ও প্লীহা সম্বন্ধীয় গোলযোগ হতে পারে।

স্বাস্থ্যের এই গুরুতর ঝুঁকি সত্ত্বেও, নেদারল্যান্ডের 68% ব্যথাবেদনা, উদাহরণ স্বরূপ, বাড়িতেই সামলানো হয়। আপনার প্রয়োজনীয় চিকিৎসার সুরক্ষা নেওয়া গুরুত্বপূর্ণ। নিশ্চিতভাবে ব্যথাবেদনার একটি নথি রাখুন ও আপনার বা আপনার সন্তানের হওয়া প্রতিটি ব্যথাবেদনা সম্বন্ধে কোনও চিকিৎসককে নিশ্চিত জানান। তিনি এমন কোনও পরিকল্পনা করতে পারেন, যাতে ভবিষ্যতের কোনও ব্যথাবেদনা আপনি হয়ত আরও ভালভাবে সামলাতে পারবেন।

সিকল সেল অসুখে মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব পড়তে পারে, কিন্তু বহু মানুষ এখনও কর্মক্ষম জীবন যাপন করছেন।

সিকল সেল রোগাক্রান্ত মানুষদের এগুলি হতে পারে:

অবসাদ
অবসাদ

অবসাদ

সিকল সেল রোগাক্রান্তদের মধ্যে 30% পর্যন্ত মানুষের অবসাদ বা ডিপ্রেশন হয়।

উদ্বেগ
উদ্বেগ

উদ্বেগ

সিকল সেল রোগাক্রান্তদের মধ্যে 10% পর্যন্ত মানুষের উদ্বেগ বা অ্যাংজাইটি হয়।

ক্লান্তি
ক্লান্তি

ক্লান্তি

সিকল সেল রোগাক্রান্ত মানুষেরা ক্লান্তি বা ফেটিগ বোধ করতে পারেন।

নতুন বিষয় শিখতে ও মনোযোগ দিতে সমস্যা
নতুন বিষয় শিখতে ও মনোযোগ দিতে সমস্যা

নতুন বিষয় শিখতে ও মনোযোগ দিতে সমস্যা

সিকল সেল রোগাক্রান্ত মানুষদের মধ্যে এই সমস্যার প্রবণতা থাকে।

ঘুমের সমস্যা
ঘুমের সমস্যা

ঘুমের সমস্যা

সিকল সেল রোগাক্রান্ত মানুষদের মধ্যে ঘুমের সমস্যার প্রবণতা থাকে।

সিকল সেল অসুখ ও ব্যথাবেদনা আপনার কাজকর্ম, পড়াশোনা, ও সামাজিক জীবনযাপনের উপর প্রভাব বিস্তার করতে পারে।

মনে রাখবেন, আপনি মোটেই একা নন। স্বাস্থ্যের উপরে সিকল সেল অসুখের প্রভাবগুলি সত্ত্বেও, বহু মানুষ স্বাভাবিক জীবন যাপন করছেন।

আপনি এখন NotAloneInSickleCell.com পরিত্যাগ করছেন।

আপনি এখন NotAloneInSickleCell.com ওয়েবসাইট পরিত্যাগ করে কোনও তৃতীয় পক্ষ দ্বারা চালিত ওয়েবসাইটে প্রবেশ করছেন। এই তৃতীয় পক্ষের ওয়েবসাইটে পরিবেশিত তথ্যাদির জন্য নোভারটিস দায়িত্ব গ্রহণ করে না ও সেগুলি নিয়ন্ত্রণ করে না।

close
শারীরিক উপসর্গ ও ব্যথাবেদনা
শারীরিক উপসর্গ ও ব্যথাবেদনা 90%
মানুষের গত বছরে কমপক্ষে 1 বার ব্যথাবেদনা হয়েছে
39%-এর 5 বার বা তারও বেশিবার ব্যথাবেদনা হয়েছে
কীভাবে ব্যথাবেদনা সামলানো হয়েছে
11,000-এর বেশি রিপোর্ট করা ব্যথাবেদনার মধ্যে
  • 3টির মধ্যে মোটামুটি মাত্র 1 টি ক্ষেত্রে হাসপাতালে থেকে চিকিৎসা করানো হয়েছে
  • 4টির মধ্যে 1 টির থেকেও কম ক্ষেত্রে জরুরী বিভাগে, বা কোনও চিকিৎসক বা ঔষধ বিশেষজ্ঞের দ্বারা চিকিৎসা করানো হয়েছে
  • 4 টির মধ্যে মোটামুটি 1 টি ক্ষেত্রে বাড়িতেই সামলানো হয়েছে
চিকিৎসার সহায়তা সন্ধান করা হয়নি কেন
হাসপাতাল সম্বন্ধে অতীতের খারাপ অভিজ্ঞতা
হাসপাতাল সম্বন্ধে অতীতের খারাপ অভিজ্ঞতা
বিশ্বাস করেন যে, চিকিৎসকেরা সিকল সেল অসুখ বুঝবেন না
বিশ্বাস করেন যে, চিকিৎসকেরা সিকল সেল অসুখ বুঝবেন না
চিকিৎসার সহায়তা সন্ধান করা খুবই সমস্যাজনক
চিকিৎসার সহায়তা সন্ধান করা খুবই সমস্যাজনক
একসঙ্গে। আপনার প্রয়োজনীয় যত্ন পেতে অতীতের অভিজ্ঞতার জন্য আপনি থেমে থাকবেন না। যখনই আপনার প্রয়োজন হবে আপনার চিকিৎসকের কাছে যান। আপনাকে একাকী ব্যথাবেদনা সহ্য করতে হবে না।
আরও জানুন। আরও কাজ করুন। একসঙ্গে। একসঙ্গে। আপনার প্রয়োজনীয় যত্ন পেতে অতীতের অভিজ্ঞতার জন্য আপনি থেমে থাকবেন না। যখনই আপনার প্রয়োজন হবে আপনার চিকিৎসকের কাছে যান। আপনাকে একাকী ব্যথাবেদনা সহ্য করতে হবে না।
end
close
বহু মানুষের দৈনন্দিন কাজকর্মে সিকল সেল অসুখের তীব্র প্রভাব থাকে
61% শ্রমসাধ্য কাজকর্ম এড়িয়ে চলুন 61% শ্রমসাধ্য কাজকর্ম এড়িয়ে চলুন
61%
শ্রমসাধ্য কাজকর্ম
এড়িয়ে চলুন
58% ব্যায়ামের সময়ে ব্যথা 58% ব্যায়ামের সময়ে ব্যথা
58%
ব্যায়ামের
সময়ে ব্যথা
55% ব্যায়ামের সময়ে ক্লান্তি 55% ব্যায়ামের সময়ে ক্লান্তি
55%
ব্যায়ামের
সময়ে ক্লান্তি
47% ব্যায়ামের সময়ে শরীরে জলাভাব 47% ব্যায়ামের সময়ে শরীরে জলাভাব
47%
ব্যায়ামের সময়ে
শরীরে জলাভাব
41% পারিবারিক / সামাজিক জীবন 41% পারিবারিক / সামাজিক জীবন
41%
পারিবারিক / সামাজিক
জীবন
38% বাড়ির দৈনন্দিন কাজকর্ম 38% বাড়ির দৈনন্দিন কাজকর্ম
38%
বাড়ির দৈনন্দিন
কাজকর্ম
32% সঙ্গী / সঙ্গিনীর সঙ্গে সম্পর্ক 32% সঙ্গী / সঙ্গিনীর সঙ্গে সম্পর্ক
32%
সঙ্গী / সঙ্গিনীর
সঙ্গে সম্পর্ক
31% যৌন ইচ্ছা / কর্ম 31% যৌন ইচ্ছা / কর্ম
31%
যৌন ইচ্ছা / কর্ম
26% ছোটোখাটো কাজকর্ম এড়িয়ে চলুন 26% ছোটোখাটো কাজকর্ম এড়িয়ে চলুন
26%
ছোটোখাটো কাজকর্ম
এড়িয়ে চলুন
আরও জানুন। আরও কাজ করুন। একসঙ্গে। আপনার স্বাস্থ্যের যত্ন গ্রহণের উপায়গুলি শিখলে দৈনন্দিন সমস্যাগুলি কাটিয়ে উঠতে ও আপনার লক্ষ্য পূরণ করতে আপনার সহায়তা হবে।
end
close
মানসিক জীবনের উপর সিকল সেল অসুখের শক্তিশালী প্রভাব রয়েছে
59%
মানুষ তাঁদের উপসর্গের জন্য হতাশা বোধ করেন।

অন্যান্যরা সাধারণত এই সমস্যাগুলি উল্লেখ করেছেন:

অধিকাংশ মানুষ সদর্থক ও ক্ষমতাশালী বোধ করেছেন অধিকাংশ মানুষ সদর্থক ও ক্ষমতাশালী বোধ করেছেন
অধিকাংশ মানুষ সদর্থক ও ক্ষমতাশালী বোধ করেছেন
মানসিক ধকলের সময় আমি স্বাস্থ্যকর জীবনযাপন বজায় রাখতে পারি
মানসিক ধকলের সময় আমি স্বাস্থ্যকর জীবনযাপন বজায় রাখতে পারি”
আমার স্বাস্থ্যের যত্নে সক্রিয় ভূমিকা গ্রহণ করা হল আমার স্বাস্থ্যের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়
আমার স্বাস্থ্যের যত্নে সক্রিয় ভূমিকা গ্রহণ করা হল আমার স্বাস্থ্যের সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়”
আমার স্বাস্থ্যের যত্ন গ্রহণের জন্য আমি দায়িত্বপ্রাপ্ত
আমার স্বাস্থ্যের যত্ন গ্রহণের জন্য আমি দায়িত্বপ্রাপ্ত”
আরও জানুন। আরও কাজ করুন। একসঙ্গে। যখন আপনি হতাশ হবেন, তখন ভাবতে চেষ্টা করুন আপনার সিকল সেল অসুখ সামলানোর সঙ্গে সঙ্গে আপনাকে সদর্থক থাকতে কোনটি সহায়তা করে।
end
close
কাজ ও স্কুলের উপর সিকল সেল অসুখের তীব্র প্রভাব থাকে
53%
বিশ্বাস করেন যে, যদি তাঁদের সিকল সেল অসুখ না থাকত তাহলে তাঁদের উপার্জন আরও বেশি হত

অন্যান্যরা সাধারণত এই সমস্যাগুলি উল্লেখ করেছেন:

গড়ে প্রতি সপ্তাহে 1 দিনের বেশি কাজে অনুপস্থিতি গড়ে প্রতি সপ্তাহে 1 দিনের বেশি কাজে অনুপস্থিতি
গড়ে প্রতি সপ্তাহে 1 দিনের বেশি কাজে অনুপস্থিতি
51%
শিক্ষার্থী রিপোর্ট করেছেন সিকল সেল অসুখ তাঁদের স্কুলের কৃতিত্বে প্রভাব ফেলেছে
আরও দেখুন: সিকল সেল অসুখ ও স্কুলের নীতি বিষয়ে ইউনাইটেড কিংডমের নির্দেশিকা আরও দেখুন: সিকল সেল অসুখ ও স্কুলের নীতি বিষয়ে ইউনাইটেড কিংডমের নির্দেশিকা
আরও জানুন। আরও কাজ করুন। একসঙ্গে। আপনি যে সমস্যার মধ্যে দিয়ে চলেছেন, সেটি সকলের বোধগম্য না হতে পারে। আপনার প্রয়োজনগুলি কীভাবে জানালে কাজে ও স্কুলে আরও সহায়তা পাওয়া যেতে পারে—এবং কোনও সমস্যার মোকাবিলা করতে আপনাকে সহায়তা করতে পারে, সেগুলি বিবেচনা করুন।
end