
সিকল সেল অসুখের
সঙ্গে জীবন যাপনের
জন্য কার্যকরী পরামর্শ

সিকল সেল অসুখ সামলে ওঠা ধকল মনে হতে পারে, কিন্তু নীচের পরামর্শগুলি কাজে লাগতে পারে:
চিকিৎসকের সঙ্গে দেখা করার আগে আপনার যেকোনও সমস্যা বা প্রশ্নের নোট বানিয়ে প্রস্তুত থাকুন। তারপর চিকিৎসকের সঙ্গে কথা বলুন ও তাঁকে সবকিছু খোলাখুলি জানান।
আপনার সিকল সেল অসুখ সামলে ওঠার জন্য, আপনার চিকিৎসকের সঙ্গে খোলাখুলি কথা বলা খুব জরুরী।
যদি আপনি সিকল সেল রোগাক্রান্ত কোনও শিশুর পিতা-মাতা বা সুরক্ষা প্রদানকারী হন, তাহলে প্রাপ্তবয়স্কদের সুরক্ষায় যাওয়ার জন্য অবস্থান্তরের পরিকল্পনা করলে সহায়তা হতে পারে। চিকিৎসক ও অন্যান্য স্বাস্থ্যসুরক্ষা প্রদানকারীদের সঙ্গে আলোচনা করলে অবস্থান্তরের প্রক্রিয়ায় সহায়তা হতে পারে।
আপনার সন্তানের শিশুরোগ বিশেষজ্ঞর সঙ্গে অবস্থান্তর সম্বন্ধে কথা বলার পরামর্শ:
সিকল সেল রোগাক্রান্ত মানুষেরা নির্ভরযোগ্য পরিবার ও বন্ধুদের সঙ্গে থাকলে মানসিক ভার কম বোধ করেন। অন্যদের সহায়তাকে খাটো করবেন না।
সিকল সেল সম্বন্ধে আরও বেশি গবেষণার ফলে সমস্যাটির অন্তর্নিহিত কারণগুলি ও সম্ভাব্য চিকিৎসার প্রস্তুতি আরও ভালভাবে উপলব্ধি করা হয়েছে। মনে রাখবেন, আপনি মোটেই একা নন। বিশ্বব্যাপী সিকল সেল অসুখে আক্রান্ত মানুষদের জন্য সহায়ক দল রয়েছে। কাউকে খোঁজার জন্য সহায়তা চাইছেন? আপনার চিকিৎসককে জিজ্ঞাসা করুন তিনি কোনও দল সম্বন্ধে জানেন কিনা। তাঁরা হয়ত আপনার এলাকার কোনও সংস্থার সঙ্গে আপনাকে যোগাযোগ করিয়ে দিতে পারবেন।