
আপনার উপরে সিকল
সেল অসুখের প্রভাব

সিকল সেল অসুখের প্রভাব:
একটি বিশ্বব্যাপী সমীক্ষ
উপসর্গ

কাজকর্ম

জীবন

ও স্কুল

সিকল সেল অসুখ ও ব্যথাবেদনা আপনার দেহ, মন, ও সার্বিক জীবনযাপনের উপর প্রভাব বিস্তার করতে পারে।
সিকল সেল অসুখ ও ব্যথাবেদনার ফলে চরম ও দীর্ঘস্থায়ী জটিলতা সৃষ্টি হতে পারে, যেমন অঙ্গ-প্রত্যঙ্গের ক্ষতি ও অঙ্গ-প্রত্যঙ্গের কার্যকলাপে অক্ষমতা।
আরও জানার জন্য নীচের কোনও একটি আইকন বেছে নিন:






















হঠাৎ, তীব্র ব্যথা
ব্যথাবেদনা বা ভাসো-অক্লুসিভ বেদনা
স্ট্রোক
নিঃসাড় বা চিকিৎসা সংক্রান্ত স্ট্রোক বা সেরিব্রাল ইনফার্কশন
[সে-রি-ব্রাল ইন-ফার্ক-শন]
ফুসফুসের অসুখ
বুকের তীব্র উপসর্গ
বৃক্কের অসুখ
বৃক্ক জনিত অকার্যকারিতা বা ব্যর্থতা
নিতম্বের হাড়ের ক্ষয়
অ্যাভাস্কুলার নেক্রোসিস
[অ্যা-ভাস-কু-লার নে-ক্রো-সিস]
আপনার চোখের রক্তনালীর ক্ষয়
রেটিনোপ্যাথি
[রেট-ইন-ওপ-অ্যা-থি]
অবসাদ, উদ্বেগের বাড়ন্ত ঝুঁকি, মানসিক কাজকর্মের সমস্যা
মানসিক স্বাস্থ্য
পুরুষ: দীর্ঘস্থায়ী যন্ত্রণাদায়ক লিঙ্গোত্থান
প্রিআপিজম [প্রি-আ-পিজ-অম]
মহিলা: মাসিক ঋতুস্রাবের সঙ্গে একইসময়ে ব্যথাবেদনা শুরু হওয়া
মেনস্ট্রুয়েশন চলাকালীন ব্যথাবেদনা হওয়া
[মেন-স্ট্রু-য়ে-শ-ন]
পায়ে ক্ষত
পায়ে আলসার বা ঘা
























স্বাস্থ্যের অন্যান্য সমস্যাও, যেমন সংক্রমণ, হৃদপিণ্ড সম্বন্ধীয় গোলযোগ, যকৃৎ সম্বন্ধীয় গোলযোগ, ও প্লীহা সম্বন্ধীয় গোলযোগ হতে পারে।
স্বাস্থ্যের এই গুরুতর ঝুঁকি সত্ত্বেও, নেদারল্যান্ডের 68% ব্যথাবেদনা, উদাহরণ স্বরূপ, বাড়িতেই সামলানো হয়। আপনার প্রয়োজনীয় চিকিৎসার সুরক্ষা নেওয়া গুরুত্বপূর্ণ। নিশ্চিতভাবে ব্যথাবেদনার একটি নথি রাখুন ও আপনার বা আপনার সন্তানের হওয়া প্রতিটি ব্যথাবেদনা সম্বন্ধে কোনও চিকিৎসককে নিশ্চিত জানান। তিনি এমন কোনও পরিকল্পনা করতে পারেন, যাতে ভবিষ্যতের কোনও ব্যথাবেদনা আপনি হয়ত আরও ভালভাবে সামলাতে পারবেন।
সিকল সেল অসুখে মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব পড়তে পারে, কিন্তু বহু মানুষ এখনও কর্মক্ষম জীবন যাপন করছেন।
সিকল সেল রোগাক্রান্ত মানুষদের এগুলি হতে পারে:


অবসাদ
সিকল সেল রোগাক্রান্তদের মধ্যে 30% পর্যন্ত মানুষের অবসাদ বা ডিপ্রেশন হয়।


উদ্বেগ
সিকল সেল রোগাক্রান্তদের মধ্যে 10% পর্যন্ত মানুষের উদ্বেগ বা অ্যাংজাইটি হয়।


ক্লান্তি
সিকল সেল রোগাক্রান্ত মানুষেরা ক্লান্তি বা ফেটিগ বোধ করতে পারেন।


নতুন বিষয় শিখতে ও মনোযোগ দিতে সমস্যা
সিকল সেল রোগাক্রান্ত মানুষদের মধ্যে এই সমস্যার প্রবণতা থাকে।


ঘুমের সমস্যা
সিকল সেল রোগাক্রান্ত মানুষদের মধ্যে ঘুমের সমস্যার প্রবণতা থাকে।